দৈনিক খুলনা
The news is by your side.

পরিবর্তনের অঙ্গীকারে একত্র তারুণ্য, লক্ষ্য— ধানের শীষের জয়

তরুণদের প্রেরণায় কাজী রওনকুল ইসলাম শ্রাবণ— পরিবর্তনের বার্তা কেশবপুরে

44

যশোরের কেশবপুর উপজেলাজুড়ে এখন একটাই স্লোগান— তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আজকের বিক্ষোভ মিছিল শেষে এক প্রাণবন্ত সমাবেশে সেই আহ্বান জানান কেশবপুর উপজেলা বিএনপি ও যশোর-৬ (কেশবপুর) আসনের ধানের শীষের প্রার্থী, তরুণ প্রজন্মের আস্থাভাজন নেতা কাজী রওনকুল  ইসলাম শ্রাবণ।

ধানের শীষ মানে মানুষের অধিকার ও ন্যায়ের প্রতীক বিক্ষোভ মিছিল শেষে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ তার বক্তব্যে বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়— এটি মানুষেরঅধিকার, গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক। তারুণ্যের শক্তিই আগামী দিনের পরিবর্তনের চালিকা শক্তি। তাই তরুণদের প্রথম ভোট হোক ধানের শীষে, মানুষের মুক্তির পক্ষে।

তিনি আরও বলেন, এই দেশ তরুণদের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে প্রত্যেক তরুণ হবে আন্দোলনের সৈনিক।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি ৬নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দীন আলা, মাহবুর রহমান মল্লিক, সাবেক ৫নং মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল লতিফ, ৪নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, ৯নং গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অমেদ আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শামসুল আলম বুলবুল, উপজেলা যুব নেতা আব্দুল গফুর সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

পুরো কেশবপুরে মিছিল শেষে দেখা যায় উচ্ছ্বাসের ঢেউ— নেতাকর্মী ও তরুণ ভোটারদের মুখে একটাই ধ্বনি: শ্রাবণ ভাই এগিয়ে চলুন, ধানের শীষের জয় হোক। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এখন শুধু একজন রাজনীতিক নন, তিনি কেশবপুরের তরুণ সমাজের প্রেরণা। তাঁর নেতৃত্বে বিএনপির তৃণমূল নতুন করে সংগঠিত হচ্ছে, মানুষ ফিরছে আশার পথে। মিছিলে উপস্থিত তরুণ কর্মীরা জানান,“আমরা শ্রাবণ ভাইয়ের নেতৃত্বে ন্যায়ের পক্ষে ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে চাই। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষেই দেবো।সমাবেশ শেষে নেতৃবৃন্দ এক কণ্ঠে বলেন,ধানের শীষ মানে জনগণের ভোটাধিকার, ধানের শীষ মানে গণতন্ত্রের বিজয়। কাজী রওনকুল ইসলাম শ্রাবণের হাতেই সেই বিজয়ের পতাকা উড়বে।

বিক্ষোভ-সমাবেশ শেষে কেশবপুর জুড়ে তরুণদের উচ্ছ্বাস প্রমাণ করে যশোর -৬ আসনে এখন পরিবর্তনের হাওয়া বইছে,আর সেই পরিবর্তনের কান্ডারী হচ্ছেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

Leave A Reply

Your email address will not be published.