দৈনিক খুলনা
The news is by your side.

স্কাউটস কাউন্সিল সভা

সৈয়দ আনিসুজ্জামান কমিশনার সেখ সিরাজ হোসেন সম্পাদক

98

খুলনা: বাংলাদেশ স্কাউটস খুলনা মেট্রোপলিটন শাখার বিশেষ কাউন্সিল সভা ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৮ সেশনে সৈয়দ আনিসুজ্জামানকে কমিশনার ও সেখ সিরাজ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এসময় বাংলাদেশ স্কাউটস, জেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সৈয়দ আনিসুজ্জামান খুলনার সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক ও সেখ সিরাজ হোসেন খুলনা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক ও ইউনিট লিডার। সেখ সিরাজ হোসেন গত (২০২৩ -২০২৫) সেশনে ও সম্পাদক ছিলেন।

তিনি সিএএলটি সম্পন্নকারী ও তেরখাদার কৃতি সন্তান।

Leave A Reply

Your email address will not be published.