বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ ফেরত আনার লক্ষ্যে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনিয়া আমারাসুরিয়ার সঙ্গে বৈঠকে তিনি এই অনুরোধ জানান।
বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বাণিজ্য, পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক সম্প্রীতি বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। উভয়পক্ষই দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করতে সম্মত হন।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানান, তার দেশ চুরি হওয়া অর্থ উদ্ধারে ইতিমধ্যে একটি নতুন আইন পাশ করেছে। এই আইন দ্রুত অর্থ ফেরত আনার প্রক্রিয়াকে গতিশীল করবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা এবং ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬ এর মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথাও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
তিনি আরও বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়াতে সরাসরি যোগাযোগ এবং পারস্পরিক আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, শ্রীলঙ্কার সহযোগিতা পেলে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া বিপুল অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়ায় অগ্রগতি আসতে পারে।