দৈনিক খুলনা
The news is by your side.

আওয়ামী শাসন এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

120

পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর মতোই পৈশাচিক। শনিবার (৫ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, ১০ মহররম ইসলামের ইতিহাসে এক শোকাবহ ও তাৎপর্যময় দিন। এই দিনে কারবালায় মহানবী (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ) অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে শাহাদাত বরণ করেন।

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভুয়া নির্বাচন, ভোটাধিকার হরণ, গুম, বিচারবহির্ভূত হত্যা ও দুঃশাসনের মাধ্যমে এক ভয়াবহ জুলুমের রাজত্ব কায়েম করেছে। তিনি আশুরার আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইনসাফ ও ন্যায়ের সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

পৃথক এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী স্বৈরাচার দেশকে রূপান্তর করেছে কারবালার প্রান্তরে। মানুষের জীবন হয়ে উঠেছে জুলুম, হিংস্রতা ও রক্তপাতের প্রতিচ্ছবি। তিনি বলেন, আশুরা শুধু শোক নয়—এটি ন্যায়, ত্যাগ ও প্রতিরোধের বার্তা দেয়, যা নিপীড়িত মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সংহতির চেতনা জাগিয়ে তোলে।

Leave A Reply

Your email address will not be published.