খান জাহান আলী থানা প্রতিনিধি :খুলনা খান জাহান আলী থানা ও দৌলতপুর থানার বর্ডার পয়েন্ট সেনপাড়া মাদক মুক্ত করার লক্ষ্যে সেনপাড়া বাসী উদ্যোগে সেনপাড়া বয়েজ ক্লাবের আয়োজনে সেনপাড়া বয়েজ ক্লাবের সামনে ২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এবং প্রিন্সের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বিশেষ অতিথি থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ আওলাদার আব্বাস সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন , দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী, খান জাহান আলী থানার ওসি মোঃ কবির হোসেন,কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইকবাল হোসেন মিজান,যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ডাঃ রইচ উদ্দিন, এমদাদুল হক। এছাড়া উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান, শাহাবুদ্দিন বুদ্ধি, নুরুল হোসেন বাবু ,আবুল কালাম, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ ,মেহেদী হাসান বাপ্পি, শফিকুল ইসলাম ,শামীম হোসেন, মামুন শেখ, আরিফুল ইসলাম, মিরাজুল ইসলাম, দুলাল, সুমন ,টিপু, মামুন, মিজান সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী,সেনপাড়া বয়েজ ক্লাবের সদস্য বৃন্দও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি কাজী মিজানুর রহমান বলেন মাদক নির্মূল করা সম্ভব হলে সমস্ত অপরাধ কমে যাবে। খুলনা বিএনপির অভিভাবক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর নির্দেশনায় খুলনাকে মাদক মুক্ত করতে বিএনপি সর্বদা প্রশাসনের সাথে কাজ করবে। তিনি আরো বলেন দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাদক নির্মূল করতে প্রশাসনের সাথে কাজ করে যেতে হবে আমরা সমাজে কোন মাদক বিক্রেতা, মাদক সেবী দেখতে চাই না।