দৈনিক খুলনা
The news is by your side.

সুরেক্স এর কমিটি পরিচিতি ও বার্ষিক বনভোজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

56

সুন্দরবন রেজিমেন্ট এক্স ক্যাডেট সোসাইটি (সুরেক্স) এর নতুন কমিটির পরিচিতি ও বার্ষিক বনভোজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় খুলনা জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ত্ব করেন সুরেক্স এর সভাপতি এসএম ইব্রাহিম খলিল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাফুর রহমান কাজল।

সভায় বক্তব্য রাখেন সুন্দরবন রেজিমেন্ট এক্স ক্যাডেট সোসাইটি (সুরেক্স) এর গাজী মুনিরুজ্জামান, মোঃ নাজমুল হাসান, শেখ রাসেল আহমেদ, মোঃ জাহিদুর রহমান, মোঃ আবু সালাম, মোঃ শাহরিয়া সাত্তার হীরা, হাবিবা খাতুন, মোঃ খালিদ মাহমুদ, মোঃ মাসুদুর রহমান, মোঃ এজাজ আহমেদ, মোঃ আব্দুল মালেক, মাহমুদা ইসলাম, আল নুহিন হৃদয়, রিফাত হোসেন, মোঃ আরিফ হাওলাদার, আকাশ হোসেন, মেহেদী হাসান, মেহরিমা, আহনাফ কাদির আইয়ান প্রমুখ।

উপস্থিত সকলের সিদ্ধান্তে আগামী ৭ ফেব্রুয়ারি সুরেক্স এর নতুন কমিটির পরিচিতি ও বার্ষিক বনভোজন রেজিমেন্টের অদূরে খান জাহান আলী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এখানে সকল এক্স ক্যাডেট ও তার পরিবারের সদস্যদের জন্য সর্বনিম্ন ৮০০ টাকা অনুদান/ চাঁদা ধায্য করা হয়।

নতুন কমিটির পরিচিতি ও বার্ষিক বনভোজন উপ কমিটির আহবায়ক মেহেবুব হাসান মামুন এবং সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম জানান, অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য থাকবে সকালের নাস্তা, দুপুরের ভোজ, র‌্যাফেল ড্র, গিফট, বিভিন্ন  প্রতিযোগিতা, নতুন কমিটির পরিচিতি, রেজিমেন্ট ভ্রমন, বিশিষ্টজনদের সান্নিদ্ধ্য, আড্ডা, পুরোন বন্ধুদের সাক্ষাৎ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

উল্লেখ্য, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর এক্স ক্যাডেটদে দারা ২০০৪ সালে গঠিত ‘এক্স ক্যাডেট খুলনা’ বর্তমানে সুন্দরবন রেজিমেন্ট এক্স ক্যাডেট সোসাইটি (সুরেক্স) নামে নিবন্ধন প্রক্রিয়াধীন।

Leave A Reply

Your email address will not be published.