দৈনিক খুলনা
The news is by your side.

সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে পাটের ব্যাগ বিতরণ

20

পাইকগাছা ( খুলনা) :খুলনার পাইকগাছায় সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে পাটের ব্যাগ বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় ২০ নভেম্বর বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে এর আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের মাঝে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বিতরণ করেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সুন্দরবন সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল মোড়ল ও রুপান্তর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সাকী রেজওয়ানা। বক্তব্য রাখেন ব্যবসায়ী মিজানুর রহমান, রাব্বু ইসলাম দিপু, পঞ্চানন সানা, প্রণব সরদার, আমজাদ হোসেন, হযরত আলী, সীমা মন্ডল, মনিরুল ইসলাম, মহিবুল্লাহ সরদার, সুন্দরবন ইয়ুথ ফোরামের সভাপতি রাকিবুল ইসলাম, সহ সভাপতি ছন্দা সুলতানা ও সাধারণ সম্পাদক কৃষ্ণা ব্যানার্জি।

Leave A Reply

Your email address will not be published.