দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় সাবেক এমপির ছেলে রুমন অস্ত্র ও মাদকসহ আটক

56

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় সাবেক সংরক্ষিত আসনের এমপি রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে যৌথ বাহিনী।এসময় তার বাড়ি তল্লাশি করে বিভিন্ন ব্রান্ডের মদসহ মদের বোতল, ইয়াবা, নেশা জাতীয় ইনজেকশন, একটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইয়ার গান, বিদেশী তলোয়ার উদ্ধার করে।
রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১১ টা থেকে ২ ঘন্টাব্যাপী এই যৌথ অভিযানে সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ নেতৃত্ব দেন।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন সাবেক এমপি রিফাত আমিনের ছেলে রুমনের কাছে নাইন এমএম অস্ত্র আছে। এমন সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌন অভিযান চালায়। এসময় রুমন তার দোতলার শোয়ার ঘরে দরজা আটকিয়ে ঘুমাচ্ছিল। দরজা ভাঙ্গার শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে দোতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু বাহিরে সেনাবাহিনীর পাহারা থাকায় পালাতে পারে নাই। রুমনকে অসুস্থ অবস্থায় আটক করা হয়। তার ঘরে তল্লাশি করে বিভিন্ন ব্রান্ডের মদসহ মদের বোতল, আনুমানিক সাড়ে তিনশো পিস ইয়াবা, ৫০ পিস নেশা জাতীয় ইনজেকশন, একটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইয়ার গান, বিদেশী তলোয়ার, অস্ত্র পরিস্কার করা মেশিন উদ্ধার করে বলে সেনাবাহিনী জানান।

এব্যাপারে পরবর্তী পদক্ষেপ সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে জানান মেজর ইফতেখার আহমেদ।

 

Leave A Reply

Your email address will not be published.