দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটক

6

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে শীর্ষ মাদক সম্রাজ্ঞী আনজুয়ারাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনা ও পুলিশ সদস্যরা। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ। সেনা ও পুলিশের যৌথ টিম শহরের গড়েরকান্দা এলাকায় এ অভিযান চালিয়ে আনজুয়ারা, তার ছেলে আসিফ এবং বাটকেখালী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আবদুর রহিমকে আটক করে।

সেনা ক্যাম্প সূত্র জানায়, অভিযানে তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, তিনটি চাপাতি, দুটি কুড়াল, একটি চুরি, সাতটি চাকু ও একটি লাঠি উদ্ধার করা হয়।

সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ বলেন, আটক আনজুয়ারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে আনুজয়ারার আটকের পর স্বস্তির নিশ্বাস ফেলছেন স্থানীয়রা। মাদক সম্রাজ্ঞী আনজুয়ারা নিজের বাড়ীকে মাদকের ডেরা বানিয়ে ফেলেছিল। তার পরিবারের প্রতিটি সদস্য মাদকের সাথে সরাসরি জড়িত। স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়াসহ মারপিট করে হয়রানি করে আসছিল। যে কারনে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস দেখাতো না। এছাড়া পালিয়ে থাকা তার ভাই আশরাফুল ইসলাম ও স্বামী সাবেক পুলিশ কনস্টেবল শামসুর রহমানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave A Reply

Your email address will not be published.