“আস্থার দীপ্তি-তারুণ্যের মুক্তি” স্লোগানকে সামনে রেখে রূপান্তর বাস্তবায়িত আস্থা প্রকল্পের যুব উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রূপান্তর আস্থা প্রকল্পের আয়োজনে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে যুব উৎসবের বেলুন ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
‘শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে আজকের যুব সমাজ’, বিষয়ক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন , মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচবলক (অঃ দাঃ) নাজমুন্নাহার, জেলা তথ্য কর্মকর্তা মোঃ জাহারুল ইসলাম ও রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন প্রমুখ। রূপান্তর আস্থা প্রকল্পের সদর উপজেলা যুব ফোরাম সদস্য তামান্না জাবরিন এর সঞ্চালনায় সভাপতির দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক শেখ সিদ্দিকুর রহমান এবং বক্তব্য রাখেন যুব প্রতিনিধি ও উৎসব উদযাপন কমিটির সদস্য সচীব আসাদুল্লা আল মাসুদ।
অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুবদের ভূমিকা’ বিষয়ক এক সেমিনার, কি-নোট পেপার উপস্থাপন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচলক সঞ্জিত কুমার দাস প্রধান অতিথি এবং প্যানেল আলোচক হিসেবে প্রফেসর বাসুদেব বসু ও অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস আলচনায় অংশগ্রহণ করেন।
পুরষ্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী পর্বে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরষ্কার প্রদান করেন। এসময় অতিথি হিসেবে জেলা তথ্য কর্মকর্তা মোঃ জাহারুল ইসলাম, রূপান্তর আস্থা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরী উপস্থিত ছিলেন।