দৈনিক খুলনা
The news is by your side.

সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, কয়রায় পথ সভায় মাওঃ আবুল কালাম আজাদ

51

গত ৫ আগষ্টে স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে দেশ যখন পরিবর্তিত পরিস্থিতিতে ক্রমান্বয়ে স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন কিছু সংখ্যক স্বার্থাণ্বেষী দুষ্কৃতমহল লুটপাট, ভাংচুর, চাঁদাবাজ, টেন্ডার বানিজ্য করে যাচ্ছে ।

যার ফলে দেশের শান্তি শৃঙ্খলা ও জনগণের প্রত্যাশার শঙ্কা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সমাজের সকল জনগণের প্রতি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

বুধবার (২৫ জুন ) বিকাল ৪ টায় কয়রা উপজেলার ঝিলিয়াঘাটা বাজারে উপজেলা জামায়াতের আয়োজনে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন।

 

মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর সর্ব স্তরের নেতাকর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, দিন মজুর, অভিভাবক ও সর্বস্তরের জনগণকে ধৈর্য ও প্রজ্ঞার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে ।

এ সময় তিনি বিভিন্ন ধর্মের উপাসনালয়, বাড়িঘর ও সম্পত্তির নিরাপত্তার জন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানান। কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ সায়ফুল্লাহর সভাপতিত্বে ও কয়রা সদর ইউনিয়ন আমীর মিজানুর রহমানের সঞ্চয়নায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, কয়রা সদর ইউনিয়ন সেক্রেটারি প্রভাষক মোঃ নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওঃ মোস্তাকিম বিল্লাহ, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি ডি এম জাহিদুল ইসলাম, প্রভাষক নেজওয়ানুল করিম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.