আজ সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।বৈঠকের এজন্ডা সম্পর্কে কিছু জানা যায়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে।এমন পরিস্থিতিতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
শনিবার (১০ মে) বিকেলে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে আজকের জরুরি বৈঠক নির্দিষ্ট কোন বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
আজকের বৈঠকের সময় ও স্থানের বিষয়ে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে উপদেষ্টা পরিষদের বৈঠকে।
এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি। এ সময় শাহবাগে বন্ধ রয়েছে যান চলাচল। শনিবার (১০ মে) সকাল থেকে শাহবাগে জড়ো হয় ছাত্র-জনতা।
সরেজমিনে দেখা যায়, শাহবাগে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে থেমে থেমে স্লোগান দিচ্ছেন ছাত্র-জনতারা। সেখানে ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এমন নানা স্লোগানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। রাতে অনেকেই রাস্তায় শুয়ে বিশ্রাম নিয়েছেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। শুক্রবার (০৯ মে) সকালে সেখান থেকে সমাবেশের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বিকেল সাড়ে ৪টায় তিনি সেই সমাবেশ স্থগিত করে শাহবাগ অবরোধের ডাক দেন। এরপর হাজারো ছাত্র-জনতা মিছিলসহ শাহবাগে জড়ো হন এবং বিকেল ৪টা ৪০ মিনিটে মূল সড়কে বসে পড়েন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।