খুলনা: আগুয়ান ৭১-এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা রবিবার বিকেলে দৌলতপুর ৫নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আগুন-৭১-এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ আব্দুল্লাহ চৌধুরী।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব খুলনার ফরিদুল হক, রাষ্ট্রচিন্তার সদস্য সহুল আহমেদ মুন্না।
এছাড়া আরও বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার আহবায়ক তাসনিম আহমেদ, যুগ্ম আহবায়ক মহরম হাসান মাহিম, মহুল আহমেদ, শেখ রায়হান হোসেন, সাজিদুল হক বাপ্পি, সদস্য সচিব জহুরুল তানভীর, আবিদ শান্ত, রাশিদ শাহরিয়ার, শামসুল আরেফিন চৌধুরী লিওন, রেজওয়ান আহমেদ মুহসিন প্রমূখ।
বক্তারা বলেন, এত রক্ত আর জীবন দিয়েছি শুধু নির্বাচনের জন্য নয়, সংবিধান সংস্কারের পর নির্বাচন দিতে হবে। দিল্লী সংস্কার চায় না তাই তারা নির্বাচনের জন্য হা হুতাস করছে। খুলনার বন্ধ পাটকল গুলোর অবিলম্বে চালু করতে হবে।
আগুয়ান-৭১ এর ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ইফতার মাহফিলের আয়োজন আজ দৌলতপুরের ৫নং ওয়ার্ড কার্যালয়ের অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে।
উক্তসভায় আগুয়ান-৭১ এর কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলো।