দৈনিক খুলনা
The news is by your side.

শ্রীলেখার মেসেজ পেয়ে যা বললেন নওশাবা

29

বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ এবার সাফল্যের নতুন দিগন্ত ছুঁয়েছেন ভারতের কলকাতায়। অনীক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে টালিউডের দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি।

দুর্গাপূজার সময় মুক্তি পাওয়া এই ছবিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন নওশাবা। তার বিপরীতে ছিলেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়।

তবে ছবির প্রচারণায় কলকাতায় যেতে পারেননি তিনি—ভিসা সংক্রান্ত জটিলতার কারণে। যদিও দর্শকদের ভালোবাসা ঠিকই পৌঁছেছে তার কাছে, এবং তাতে তিনি বেশ আবেগাপ্লুত।

নওশাবা বলেন, “আমি কলকাতায় যাইনি, কিন্তু মনে হচ্ছে আমার আত্মা অলিগলিতে ঘুরছে!”

ছবিতে তিনি অভিনয় করেছেন এক বাংলাদেশি নারীর চরিত্রে, যিনি নিজের শেকড় খুঁজতে গিয়ে জড়িয়ে পড়েন এক রহস্যময় ঘটনার সঙ্গে। সিনেমাটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়ায় অভিভূত নওশাবা, তবে তার কাছে সবচেয়ে বড় চমক ছিল ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের একটি ভয়েস মেসেজ।

নওশাবা বলেন, “শ্রীলেখা আপা বলেছেন—অনেক দিন পর ন্যাকামোবর্জিত অভিনয় দেখলাম। এমন মন্তব্য আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। এটা আমার কাছে কোনো পুরস্কারের চেয়ে কম নয়।”

তিনি আরও বলেন, “আমি কোনো প্রত্যাশা নিয়ে অভিনয় করিনি। শুধু চেষ্টা করেছি মন দিয়ে কাজটা করতে। আমার বিশ্বাস, ভালো কাজ একসময় নিজের জায়গা তৈরি করে নেয়। এই বিশ্বাসেই এগিয়ে যাই।”

ছবিটির জন্য অনীক দত্ত সরাসরি তাকে মেসেজ করেছিলেন। এরপর অডিশনের মাধ্যমে তিনি চূড়ান্ত হন চরিত্রটির জন্য। গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয় শুটিং।

শুধু সিনেমা নয়, থিয়েটারেও সক্রিয় নওশাবা। সম্প্রতি তার দল মঞ্চে এনেছে ‘আগুনি’ নামের একটি নাটক, যেখানে অংশ নিয়েছিলেন জুলাই আন্দোলনের কিছু কর্মীও। সামনে আরও কিছু থিয়েটার প্রজেক্ট রয়েছে তার হাতে। পাশাপাশি নির্মাণ নিয়েও কাজ করছেন, করেছেন একটি কোর্স।

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের পর্দায় নওশাবার এই সফলতা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং দুই বাংলার শিল্প-সংস্কৃতির এক অনন্য সংযোগ হিসেবেও দেখা যায়।

Leave A Reply

Your email address will not be published.