দৈনিক খুলনা
The news is by your side.

‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে থাকছে দুটি ট্রেন

30

ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণে আগ্রহীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মুসল্লিদের নিয়ে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে দুটি ট্রেন ময়মনসিংহ ও ভৈরব থেকে কিশোরগঞ্জ যাতায়াত করবে।

দেশের সর্ববৃহৎ ঈদ জামাতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মুসল্লিদের অংশগ্রহণের সুবিধার্থে প্রতিবছর ঈদের দিন এমন বিশেষ ট্রেন চালু করে আসছে বাংলাদেশ রেলওয়ে।

এরমধ্যে একটি ট্রেন ময়মনসিংহ থেকে ছেড়ে ঈদ জামাত শেষে আবার ময়মনসিংহে ফিরবে। অন্যটি ভৈরব থেকে কিশোরগঞ্জে এসে জামাত শেষে আবার ভৈরবে ফিরে যাবে। বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার খলিলুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ রেলওয়ে কিশোরগঞ্জ স্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জংশন থেকে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে বিশেষ একটি ট্রেন ঈদের দিন ভোর পৌনে ৬টায় ছেড়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছাবে এবং ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে ঈদের জামাত শেষে ওই ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে দুপুর ১২টায় ছেড়ে দুপুর ৩টায় ময়মনসিংহে পৌঁছাবে। ট্রেনটি চলাচলের পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটের শম্ভুগঞ্জ, বিসকা, গৌরিপুর, বোকাইনগর, ঈশ্বরগঞ্জ, সোহাগী, আঠারবাড়ী, নান্দাইল রোড, মুসুল্লি ও নীলগঞ্জ স্টেশনে দুই মিনিট করে যাত্রাবিরতি করবে।

অপরদিকে ভৈরব জংশন থেকে ভোর ৬টায় আরেকটি ঈদ স্পেশাল ট্রেন কিশোরগঞ্জ অভিমুখে ছেড়ে সকাল ৮টায় পৌঁছাবে এবং ঈদ জামাত শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরব পৌঁছাবে। পথে কালিকাপ্রসাদ, ছয়সূতি, কুলিয়ারচর, বাজিতপুর, সরারচর, হালিম মকসুদপুর, মানিকখালি, গচিহাটা ও যশোদল স্টেশনে যাত্রাবিরতি করবে।

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে আগামীকাল সকাল দশটায় ১৯৮তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.