শুভ জন্মদিন
—ফ,ম, হালিম
এসেছিলে যেদিন তুমি ভবে
উচ্চস্বরে কেঁদেছিলে শুধুই তুমি
আনন্দে মেতেছিল ,হেসেছিল সবে
আদরে সোহাগে প্রেমমাখা যতনে
পরম পাওয়ায় রাঙিয়ে ,পাইয়ে দিলে
জন্মদাত্রীর মাতৃত্বের আনন্দ তৃপ্তিপ্রাপ্তি ।
জন্ম দিয়েছিলে কত শত সম্পর্কের
দাদি ,নানা, ভ্রাতা,পিতা,জ্ঞাতি ইত্যাদির
বিধাতা তোমায় অসহায়ত্বের মাঝে
কতশত জনে, ভাবে করিয়াছিল সহায়
বুড়ো দাদুও হাঁক ছেড়ে ডাকি বলিয়াছে
দে দে সোনা জাদুরে কোলে আমায় ।
কত নামে কত শখে ডাকিয়াছে তোমার
আলিঙ্গনে গতরে আদরে, জড়িয়েছিল সবাই
খুশির জোয়ারে স্রোতে বাঁধ ভেঙেছে
আত্মহারায়ে ফুসে উঠেছে মত্তউর্মি
কে যেন কেউ উচ্চস্বরে দিয়েছিল
রবের প্রশংসায় আজানের শব্দধ্বনি ।
(ফ,ম, হালিম, অফিস সহায়ক
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশন,
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)