দৈনিক খুলনা
The news is by your side.

শুভ জন্মদিন—-ফ,ম, হালিম

55

শুভ জন্মদিন
—ফ,ম, হালিম

এসেছিলে যেদিন তুমি ভবে
উচ্চস্বরে কেঁদেছিলে শুধুই তুমি
আনন্দে মেতেছিল ,হেসেছিল সবে
আদরে সোহাগে প্রেমমাখা যতনে
পরম পাওয়ায় রাঙিয়ে ,পাইয়ে দিলে
জন্মদাত্রীর মাতৃত্বের আনন্দ তৃপ্তিপ্রাপ্তি ।

জন্ম দিয়েছিলে কত শত সম্পর্কের
দাদি ,নানা, ভ্রাতা,পিতা,জ্ঞাতি ইত্যাদির
বিধাতা তোমায় অসহায়ত্বের মাঝে
কতশত জনে, ভাবে করিয়াছিল সহায়
বুড়ো দাদুও হাঁক ছেড়ে ডাকি বলিয়াছে
দে দে সোনা জাদুরে কোলে আমায় ।

কত নামে কত শখে ডাকিয়াছে তোমার
আলিঙ্গনে গতরে আদরে, জড়িয়েছিল সবাই
খুশির জোয়ারে স্রোতে বাঁধ ভেঙেছে
আত্মহারায়ে ফুসে উঠেছে মত্তউর্মি
কে যেন কেউ উচ্চস্বরে দিয়েছিল
রবের প্রশংসায় আজানের শব্দধ্বনি ।

(ফ,ম, হালিম, অফিস সহায়ক
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশন,
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

Leave A Reply

Your email address will not be published.