দৈনিক খুলনা
The news is by your side.

শিক্ষকের পরিবারে চাপা আতঙ্ক, ভাংচুর-লুট

101

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, দখল, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব থেকে রেহায় পাননি বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের দক্ষিণ মল্লিকেরবেড় গ্রামের গফুর মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ আব্দুল মালেকও।

এক শ্রেণীর সন্ত্রাসী ও দুর্বৃত্ত ওই শিক্ষককে হুমকি, অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ভাংচুর ও লুটপাট করায় অনেক আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ আব্দুল মালেক (৭০) বলেন, বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের হুমকি ধামকি দিচ্ছে। যখন লুটপাট করে তখন আমার স্ত্রী ফেরদৌসীকে বলে কাউকে বললে জবাই দিয়ে মেরে ফেলবে। দুর্বৃত্তরা সোনা দানা টাকা পয়সা তো নিয়েছেই এমন কি সাবান, হুইল পাওডার, জুতা, লুঙ্গী, গামছা, আয়রন, আমার বৃদ্ধা শ্বাশুড়ির একটা পানি গরম করা জগ ছিল তাও নিয়ে গেছে। তাদের যা যা পছন্দ হয়েছে সবাই নিয়ে গেছে।

আমার ছেলে মোঃ রেদওয়ান মারুফের মাছের ঘের লুট করে নিয়ে গেছে। সন্ত্রাসীদের ভয়ে সে এখন ঘর ছাড়া। থানায় অভিযোগ করলেও কোন সহযোগিতা পাওয়া যায়নি। এ অবস্থায় নিরাপত্তাহীনতার মধ্যে আতঙ্কে দিন কাটছে আমাদের।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, হামলা, দখল বা লটুপাটের বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.