দৈনিক খুলনা
The news is by your side.

শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

27

“যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নাভারণ বাজার থেকে শুরু হয়ে মিছিলটি নাভারণ-সাতক্ষীরা মোড়ে এসে সমাবেশে পরিণত হয়।”

“সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আমীর অধ্যাপক ফারুক হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম।

“এসময় আরও উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, কর্মপরিষদ সদস্য এনামুল হক ও মকবুল হুসাইন প্রমুখ।”

“প্রধান অতিথি মাওলানা আজীজুর রহমান বলেন, ‘আমরা কারও চোখ রাঙানোকে ভয় করি না। যারা সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা আর সামনে অগ্রসর হতে পারবেন না। সত্য ও ন্যায়ের পথে আল্লাহর সাহায্য আমাদের সঙ্গেই রয়েছে।’”

“সমাবেশে বক্তারা জনগণের ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার ও দেশব্যাপী শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।”

Leave A Reply

Your email address will not be published.