দৈনিক খুলনা
The news is by your side.

শার্শায় চুরির অপরাধে গাছে ঝুলিয়ে অমানবিক ভাবে নির্যাতন

88

যশোরের শার্শায় বাইসাইকেল চুরি করার অপরাধে রাকিবুল ইসলাম বিপ্লব (৪২) নামে এক ব্যক্তিকে রশি দিয়ে বেঁধে গাছের সাথে ঝুলিয়ে অমানবিক ভাবে নির্যাতন চালানো হয়েছে।

নির্যাতনের শিকার ঐ যুবক বেনাপোল রেল ষ্টেশন এলাকার মৃত হারুন শেখের ছেলে। চুরি করায় তার পেশা। শনিবার বিকালে শার্শা উপজেলার নাভারন বাজারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরার হলে প্রশাসনের নজরে আসে। পুলিশ আহত ব্যক্তিকে আজ দুপুরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। থানায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

নির্যাতনের শিকার রাকিবুল ইসলাম বিপ্লব জানান, শনিবার বিকালে শার্শা থানাধীন নাভারণ বাজারে শাওন জুয়েলার্স এর নির্মাণাধীন ভবনের নিচ তলা হতে সাইকেল চুরি করার চেষ্টা কালে সকল আসামীরা ও অজ্ঞাতনামা আসামীরা বে-আইনী ভাবে লাঠি-সোটা নিয়া আসামী জাহিদুল ইসলাম এর নেতৃত্বে আমাকে এলোপাতাড়ী কিল-ঘুষি লাথি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। আমি মাটিতে লুটিয়ে পড়িলে আসামী জাহিদুল ইসলাম তার হাতে থাকা লোহার হুক দিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে আঘাত করিলে উক্ত আঘাত আমার ডান পাশের পাজোরে লাগিয়া গুরুত্বর জখম হয়। তখন আসামী জাহিদুল ইসলাম আমার হাত-পা বেঁধে গাছের সাথে আমাকে ঝুলিয়ে এলোপাথাড়ী লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আমার ডাক চিৎকারে আশপাশে লোকজন আসিয়া আমাকে রক্ষা করিলে আমি সু-কৌশলে সেখান থেকে পালিয়ে যাই।

শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং বাকি আসামীদের আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। #

Leave A Reply

Your email address will not be published.