দৈনিক খুলনা
The news is by your side.

লড়াকু জয়ে সিরিজ বাংলাদেশের

23

প্রথম টি-টোয়েন্টির পর মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেছিলেন পাকিস্তান কোচ। দ্বিতীয় ম্যাচেও সমালোচনার সুযোগ থাকলো দুই দলের ব্যাটিং ধসে। আগে ব্যাটিংয়ে নেমে ধুঁকতে ধুঁকতে ১৩৩ রান তুললো বাংলাদেশ। জবাবে পাকিস্তানের ইনিংস থেমেছে ১২৫ রানে। ব্যাটিং ব্যর্থতার ম্যাচে সিরিজ নিশ্চিত করে নিয়েছে টাইগাররা।

আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৩৪ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ১৯.২ ওভারে ১২৫ রান তুলতেই সবকটি উইকেট হারায় পাকিস্তান। ৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে শুরুটা বাজে করে পাকিস্তান। দলীয় ৩০ রানে ৬ উইকেট হারায় গ্রিন ক্যাপরা। সায়েম আইয়ুব (১) মোহাম্মদ হারিস (০), ফখর জামান (৮), হাসান নওয়াজ (০), মোহাম্মদ নওয়াজ (০) ও অধিনায়ক সালমান আগা (৯) সাজঘরে ফেরেন।

আসা-যাওয়ার খেলায় পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৫১ রান করেন ফাহিম আশরাফ। ৩২ বলের ইনিংসটি ৪টি করে চার-ছক্কায় সাজান তিনি। এছাড়া আব্বাস আফ্রিদি ১৯, আহমেদ দানিয়েল ১৭ ও খুশদিল শাহ ১৩ রানে আউট হন।

পাকিস্তানের ইনিংসে ৪ ওভারে ১৭ রানের খরচায় ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। দুটি করে উইকেট পান শেখ মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিব। এক উইকেট পান মোস্তাফিজুর রহমান।

 

 

Leave A Reply

Your email address will not be published.