সম্প্রতি দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন তাহসান খান। গাঁটছড়া বেঁধেছেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে। গত সোমবার তাহসানের বিয়ের খবর ছড়িয়ে পরার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে, ফায়েজ বেলাল নামে এক যুবকের সাথে প্রেম ছিলো রোজার।
তাকে ধোঁকা দিয়ে তাহসানের সঙ্গে সংসার পেতেছেন রোজা। এ বিষয়ে ঐ প্রেমিক ফায়েজ দাবি করেন, রোজার সঙ্গে নাকি দুই বছরের প্রেম ছিল তার।
তারপর থেকেই তৈরি হয়েছে নানা রকম ধোঁয়াশার। তাহসানের বিয়ের রেশ কাটতে না কাটতেই আলোচনায় আসেন স্ত্রী রোজার সাবেক প্রেমিক ফায়েজ বেলাল।সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তাহসান-রোজার বিয়ে প্রসঙ্গে কথা বলেন ফায়েজ। সেখানে রোজার নাম মুখে না নিলেও পরোক্ষভাবে সাবেক প্রেমিকাকে নিয়ে নানান কথা বলেন। এমনকি ওই সাক্ষাৎকারে ফায়েজ দাবি করেন, রোজার বিয়ে হওয়ায় ফায়েজের মা কান্নাকাটি করছেন!
ফায়েজের কথায়, ‘আমার কারও ওপর অভিমান নেই। আমি তাদের দুজনকেই অসংখ্য শুভকামনা জানাই। ওর বিয়ের খবরে (রোজা আহমেদ) আমার মা সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন, মানে আমার থেকেও বেশি। তিনি আমাকে আজকে এই সাক্ষাৎকারে আসতে দিতে চাননি।’
এ সময় তিনি আরও বলেন, ‘তখন আমার মা আমাকে খাইয়ে দিচ্ছেন আর সে সময় তার চোখে পানি দেখছি। জিজ্ঞাসা করলাম কাঁদছেন কেন, তখন আম্মু উত্তর দিলেন এরকম তো অনেককেই খাইয়ে দিয়েছি। আমি তার নাম বলতে চাই না; তখন আমিও মা কে ধরে কান্না করে দেই।’
প্রসঙ্গত, ফায়েজ বেলাল পেশায় একজন ব্যবসায়ী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার। তার বাবার নাম সেলিম শিকদার ও মায়ের নাম ফজিলাতুন্নেসা। তিনি বর্তমানে ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাস করেন।
সূত্র: ইনকিলাব