মোংলা প্রতিনিধি :বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোংলায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মিঠাখালী ইউনিয়নের খানজাহান আলী বাজারে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি সবার মাঝে ৩১ দফার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
এ সময় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আমাদের নেতা তারেক রহমানের স্লোগান-ভোট দিবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।
তাই আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির পাশে থাকুন। বিএনপি ক্ষমতায় এলে আপনাদের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পরিবেশ সুরক্ষায় কাজ করা হবে।
এ সময় নারীরা তার কাছে বিভিন্ন দাবীর কথা তুলে ধরেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাবেক উপজেলা বিএনপির আহবায়ক এস,এম ফরিদ উদ্দিন, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা সফরুল হায়দার সুজন, মিঠাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা সেলিম।