দৈনিক খুলনা
The news is by your side.

রমযানের শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে হবে—মাওলানা আবুল কালাম আজাদ

124

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, রমযান মাস হচ্ছে আত্মশুদ্ধি করার মাস। আল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল করেছে সুদকে করেছে হারাম। দেখেন ইসলাম কত সুন্দর আপনি সৎ ব্যবসা করবেন এটাও একটা ইবাদাত, আপনি সৎ ভাবে টাকা ইনকাম করবেন আবার সওয়াবও পাবেন। আমরা রমযানের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি সুন্দর সমাজ গড়তে সকলের প্রতি আহ্বান জানাই। এ সময় তিনি মানুষকে ন্যায়নীতির পথে সাহস নিয়ে সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান। তিনি বলেন, রমযান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধি, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাও সমাজে ন্যায় পরায়ণতা বিস্তারের মাস। ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের সমাজ পরিবর্তনে এগিয়ে আসতে হবে। বুধবার (১৯ মার্চ) খুলনা জেলার পাইকগাছা উপজেলার ১০ নং গড়ইখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
গড়ইখালী ইউনিয়ন আমীর মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আনিসুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সারওয়ার, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাঈদুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য এস এম আমিনুল ইসলাম। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।ইসলামী সমাজ গঠনে জামায়াতের ভূমিকা তুলে ধরে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ইসলাম শান্তি ও ন্যায় বিচারের ধর্ম। রমযানের শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে কাজ করছে এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে কাজ করে যাবে।তিনি বলেন, আমরা রমযানের শিক্ষাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। একটি বৈষম্যহীন সমাজ গঠনে আপনাদের পাশে পেতে চাই। সকল ভেদাভেদ ভুলে আসুন একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সকলেই ভূমিকা পালন করি। এসময় তিনি পাইকগাছা উপজেলার সকল মানুষকে ন্যায়নীতির পথে সাহস নিয়ে সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.