যুক্তরাষ্ট্রে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার রাতে জন এফ. কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এ মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) দুপুরে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় আখতার বিষয়টি নিশ্চিত করেন। ভিডিওতে তিনি বলেন, বিমানবন্দরে হামলার পর বুধবার সন্ধ্যায় আওয়ামী সমর্থকরা আবারও হোটেলের লবিতে হামলার চেষ্টা চালায়। তবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্য ও তার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং দ্রুত পুলিশকে অবহিত করেন। পরে তদন্ত কর্মকর্তা তাদের মামলা করার পরামর্শ দিলে নিকটস্থ থানায় গিয়ে তিনি মামলা দায়ের করেন।
আখতার জানান, যারা সেদিন হামলা চালিয়েছিল, হত্যাচেষ্টার হুমকি দিয়েছিল, তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। উল্লেখ্য, জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে সোমবার নিউ ইয়র্কে পৌঁছালে বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের তুমুল স্লোগান, গালিগালাজ এবং শারীরিক হেনস্তার শিকার হন বিএনপি ও এনসিপির নেতারা। এমনকি আখতারের গায়ে ডিমও ছোড়া হয়।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পুলিশকে তারা অবহিত করেছেন যে, এ হামলাকারীরা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালিয়েছে। এ বিষয়ে জাতিসংঘের রিপোর্টও পুলিশের কাছে উপস্থাপন করা হয়েছে।
আখতার হোসেনের দাবি, আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশে বা বিদেশে যেখানেই হোক, আইনগত প্রতিকার অব্যাহত থাকবে। তার মতে, আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের আইনি বিচার নিশ্চিত হলে তাদের সন্ত্রাসী রাজনীতির কোনোভাবেই বাংলাদেশে পুনরাবৃত্তি ঘটবে না।