কেশবপুর যশোর প্রতিনিধি :যশোরের কেশবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর আওতায় দুই ব্যক্তিকে জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার( ২৬ নভেম্বর) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ ঘোষণা করেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ ।
মোঃ জাহিদুল ইসলাম মিন্টু মোঃ শাকিব খান বাধন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত উভয়কে ৫০০ টাকা জরিমানা এবং ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এসময় সহকারী কমিশনার ভূমি শরীফ নেওয়াজ জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে এবং সামাজিক নিরাপত্তা বজায় রাখতে এমন ব্যবস্থা ভবিষ্যতেও গ্রহণ করা হবে।