সাংগঠনিক সফরের অংশ হিসেবে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যশোর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। শনিবার (২ আগস্ট) সকালে কেশবপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ,উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ।
যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক,সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান,কেশবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সহ যশোর জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাক্ষাৎকালে ছাত্রদল নেতৃবৃন্দ দলীয় সাংগঠনিক কার্যক্রম, আন্দোলন-সংগ্রামের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।সাক্ষাৎ অনুষ্ঠানে কেশবপুর উপজেলা ও পৌর ছাত্রদলের নেতারাও উপস্থিত ছিলেন।