মোরেলগঞ্জ প্রতিনিধি: ছোটবাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ সময় ভাল ফলাফল অর্জনকারীদের পুরস্কৃত করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোগলাবুনিয়া ইউনিয়নের সমাজসেবক মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইউনুচ আলী শেখ, মাওলানা সরোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। এ সময় অন্যান্য শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি পাঠ্য উন্নতির ফলাফল নিয়ে অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনের প্রধান শক্তি। তাই কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাদের স্বার্থ সবার আগে দেখতে হবে।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি আরো বলেন, শিক্ষার্থীরা আরও ভালো করুক, ২০২৫ সাল সবার জন্য শুভ হোক। শিক্ষার্থীরা সার্বিক বিকাশে বিকশিত হোক, এটাই আমাদের সকলের প্রত্যাশা।