দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জ ও শরণখোলায় সুপেয় পানির দাবিতে নারী সমাবেশ, র‌্যালি

128

মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাট জেলার উপকূলীয় উপজেলা মোরেলগঞ্জ ও শরণখোলায় সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫নভেম্বর) বেলা ১১টার দিকে জাগরণী চক্র ফাউন্ডেশন-এর সৃজন প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ।

র‌্যালিতে সুপেয় পানির অভাবে ক্ষতিগ্রস্ত তিন শাতাধিক পরেবারের নারী সদস্যরা অংশ গ্রহন করেন। পরে তারা নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করাসহ ৯ দফা দাবিতে সমাবেশ ও নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে সংস্থাটির প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান বলেন, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় ভূগর্ভস্থ পানিতে মাত্রাতিরিক্ত লবণাক্ততা ও আর্সেনিক দূষন থাকায় তা ব্যবহার অনুপযোগী। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও জোয়ারের ফলে মিষ্টি পানির উৎস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ফলে অসংখ্য মানুষ সুপেয় পানির সংকটে ভুগছে। বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী, শিশু ও দরিদ্র জনগোষ্ঠী ।

Leave A Reply

Your email address will not be published.