দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জ ও শরণখোলা বিএনপির প্রতিবাদ

133

মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপি, শরণখোলা উপজেলা বিএনপি ও মোরেলগঞ্জ পৌর বিএনপি নিন্দা ও প্রতিবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, বর্তমান আহŸায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে শনিবার বেলা ১০টার দিকে শরণখোলা উপজেলা বিএনপি ও এর আগে শুক্রবার রাত ১০ টার দিকে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি দলীয় প্যাডে লিখিত পৃথক পৃথক নিন্দা ও প্রতিবাদ বিজ্ঞপ্তি সংবাদকর্মীদের কাছে পৌছে দেন।

নিন্দা ও প্রতিবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা। পৌর বিএনপির প্রতিবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। শরণখোলা উপজেলা বিএনপির তরফ থেকে প্রকাশিত নিন্দা ও প্রতিবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল করিম এনায়েত, নাজমুল হামাসান(শিমুল) গাজী ও সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কাজী খায়রুজ্জামান শিপনের সাংগঠনিক দক্ষতা, জনপ্রিয়তা দেখে আওয়ামী ফ্যাসিষ্টের একটি কুচক্রী মহল মিথ্যা তথ্য দিয়ে সংবাদ মাধ্যমে মিথ্যা চাঁদা দাবির অভিযোগ তুলে অপপ্রচার চালিয়েছে। কাজী শিপন মোরেলগঞ্জ ও শরণখোলায় বিএনপির গণজাগরণের সৃষ্টি এবং সাংগঠনকে শক্তিশালী ও বেগবান করার জন্য দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ২০২০ সালের উপ নির্বাচনে মোরেলগঞ্জ-শরণখোলায় দলীয় মনোনয়নপ্রাপ্ত ছিলেন। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে সাজানো কাহিনী সংবাদ মাধ্যমে প্রচার করা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশবিশেষ। এই উদ্দেশ্যপ্রনোদিত অপপ্রচার বিএনপি তথা মোরেলগঞ্জ ও শরণখোলা বিএনপির রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে’।

Leave A Reply

Your email address will not be published.