দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর ধানের শীষের প্রচারণা

43

মোংলা প্রতিনিধি :মোংলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর ধানের শীষ প্রতীকের প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের জয়খাঁ এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত এ প্রচারণা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী মোঃ জুলফিকার আলী।

এ সময় জুলফিকার আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আমি এ এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জানমালের নিরাপত্তায় সারাক্ষণ তাদের পাশে ছিলাম। যার প্রেক্ষিতে আমি তাদের আস্থা অর্জনে সক্ষম হই। তাই সম্প্রতি তারাই আমাকে এ এলাকার মেয়র ছেড়ে এমপি পদে নির্বাচন করতে উদ্ভুদ্ধ করেন। তাদের আশ্বাসের প্রেক্ষিতেই আমি সংসদ সদস্য পদে নির্বাচনের প্রচারণায় মাঠে নামি। তিনি আরো বলেন, এ আসনে প্রায় ৪ লাখ ভোটাটের মধ্যে ১ লাখ ৩৬ হাজার ভোটার সংখ্যালঘুরা। তাই তারা আমাকে সমর্থন দিয়েছেন। আমি সংখ্যালঘুদের সমর্থন নিয়ে মাঠে এগিয়ে যাচ্ছি। যদি দল থেকে আমাকে মনোনয়ন দেয়া হয় তাহলে আমি এ বিশাল জনগোষ্ঠীকে সাথে নিয়ে এ আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিবো সক্ষম হবো।

ধানের শীষের প্রতীকের এ প্রচারণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, জেলা যুবদল নেতা মোঃ আলাউদ্দিন, হিন্দু কমিউনিটি নেতা গোপাল কৃঞ্চ কালু ও হীরক রায়।

Leave A Reply

Your email address will not be published.