দৈনিক খুলনা
The news is by your side.

মোংলা বন্দরে এসেছে বিশ্বের বিখ্যাত হেভি লিফট ভ্যাসেল ‘জাম্বু কিনাটি’

রিএক্সপোর্ট হচ্ছে এ্যাংকোরেজ বোট ও ক্রেন

61

মোংলা বন্দরে এসেছে বিশ্বের বিখ্যাত হেভি লিফট ভ্যাসেল। নেদারল্যান্ডের পতাকাবাহী এম,ভি ‘জাম্বু কিনাটি’ নামক হেভি লিফটের এ জাহাজটি গত মঙ্গলবার মোংলা বন্দরে ভিড়েছে। এতে রিএক্সপোর্ট হচ্ছে ৪টি এ্যাংকোরেজ বোট ও ১টি ক্রেন। যা যাবে চায়নায়।

জাম্বু কিনাটি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট অলসিস শিপিং লিঃ এর অপারেশন ম্যানেজার শাখাওয়াত হোসেন মিলন জানান, এটি বিশ্বের বিখ্যাত হেভি লিফট সম্বলিত জাহাজ। এ জাহাজের একটি ক্রেনের ধারণ ক্ষমতা ১৫’শ মেট্টিক টন। জাহাজটিতে দুইটি ক্রেন রয়েছে। জাহাজটিতে একসাথে ৩হাজার মেট্টিক টন ওজন উত্তোলনের সক্ষমতা রয়েছে। এ জাহাজটিতে করে ৪টি এ্যাংকোরেজ বোট ও ১টি ক্রেন রিএক্সপোর্ট করা হচ্ছে। এরমধ্যে একেকটি এ্যাংকোরেজ বোটের ওজন ৪৪০মেট্টিক টন। আর ক্রেনের ওজন ৫০মেট্টিক টন। জাহাজটিতে এই বোট ও ক্রেন লোড করা হচ্ছে। এসব লোড শেষে আগামী সোমবার জাহাজটি চায়নার উদ্দেশ্য বন্দরের হাড়বাড়ীয়ার ৭নম্বর এ্যাংকোরেজ ছেড়ে যাবে। এই বোট ও ক্রেন মোংলা বন্দরের পশুর চ্যানেলের ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত হয়েছিল।

তিনি বলেন, হেভি লিফটের এ ধরণের জাহাজ ইতোপূর্বে মোংলা বন্দরে আসেনি। এটাই হেভি লিফটের প্রথম জাহাজ বলে জানান তিনি। তিনি আরো বলেন, এর আগে যে সব হেভি লিফটের জাহাজ এসেছিল সেগুলোর ক্রেনের ধারণ ক্ষমতা ছিলো ১হাজার মেট্টিক টন। আর জাম্বু কিনাটির ক্রেনের ধারণ ক্ষমতা দেড় হাজার মেট্টিক টন।

Leave A Reply

Your email address will not be published.