রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেল লাইনের একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। তিনি বলেন, ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় উপর থেকে বেয়ারিং প্যাডটি তার মাথার ওপর পড়ে, ঘটনাস্থলেই তিনি মারা যান।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার বিষয়টি মেট্রো স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নিরাপত্তাজনিত কারণে মেট্রো চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেয়ারিং প্যাডটি শুধু পথচারীর প্রাণ কাড়েনি, পাশের ফুটপাতে থাকা একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, গত ১৮ সেপ্টেম্বর ফার্মগেট ও বিজয় সরণি এলাকার মাঝামাঝি স্থানে মেট্রো লাইনের ভায়াডাক্টের চারটি স্প্রিংয়ের একটি সরে যাওয়ার ঘটনা ঘটেছিল।
উল্লেখ্য, বেয়ারিং প্যাড হলো বিশেষ ধরনের রাবারনির্ভর উপাদান, যা মেট্রো লাইনের পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে স্থাপন করা হয়। এটি কাঠামোর স্থিতিশীলতা ও ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।