দৈনিক খুলনা
The news is by your side.

মানুষের দুঃখ দুর্দশা সমাধানে আমৃত্যু কাজ করবো

ডুমুরিয়ায় সার্বজনীন মঠ আশ্রমের অনুষ্ঠানে আলি আসগার লবি

11

ডুমুরিয়া প্রতিনিধি:খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলি আসগার লবি বলেছেন, সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা যে দাবিসমূহ উত্থাপন করেছেন, সে দাবি গুলো নিয়ে ইতিমধ্যেই সমাধানের চেষ্টা করছি।

তবে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে ও জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে অবশ্যই এ অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা সমাধানে আমৃত্যু কাজ করে যাবো।

তিনি বলেন, আমি ডুমুরিয়ার সন্তান, আমার পিতা ও আমার পরিবারের সাথে সনাতন সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে হৃদ্রতার সম্পর্ক রয়েছে। আমি আপনাদের সন্তান, আমাকে যেভাবে আপনারা গ্রহণ করেছেন, তা আমার চলার পথ মসৃণ করবে। রোববার (৭সেপ্টেম্বর) বিকাল ৩টায় খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া সার্বজনীন মঠ আশ্রম পূর্ণিমা অনুষ্ঠানের আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারন সম্পাদক শের আলম সান্টু, গুটুদিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গাজী মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান তরফদার।
গুটুদিয়া সর্বজনীন মঠ আশ্রমের সভাপতি পিন্টু কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় সহকারী অধ্যাপক বাবু যতীন্দ্রনাথ মন্ডল সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাসাস আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ নূর ইসলাম বাচ্চু, খুলনা সদর যুবদলের সাবেক আহবায়ক মোঃ আক্কাস আলী, ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব জিএম সাইকুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকরামুল সরদার, ছাত্রদলের সাবেক সভাপতি মুসাব্বির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে মঠ ও মন্দিরের পুরোহিতসহ সনাতন সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্তবৃন্দ ও নানা শ্রেণী পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন। তিনি উপস্থিত ভক্তদের ফল খাওয়ানোর মাধ্যমে উপোস ব্রত ভাঙ্গান।

এরআগে তিনি গুটুদিয়া গাজীরমোড় বায়তুল মামুর জামে মসজিদ জোহরের নামাজ আদায় শেষে উপস্থিত মুসুল্লিদের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।

 

Leave A Reply

Your email address will not be published.