মেলবোর্ন টেস্টের প্রথম দিনে নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়েছিলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার তরুণ স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে জরিমানা গুনেন ভারতীয় ক্রিকেটার। দ্বিতীয় দিনেও হেডলাইন হয়েছেন কোহলি। তবে এবার ভক্তের ভালোবাসায় সিক্ত হয়ে।
বক্সিং ডে টেস্টে আজ দ্বিতীয় দিনে হঠাৎই মেলবোর্ন স্টেডিয়ামে ঢুকে পড়েন এক কোহলি ভক্ত। নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে প্রবেশ করা সেই যুবক পড়েছিলেন রোহিত শর্মার বাধার মুখে। ভারতীয় অধিনায়ককে টপকে ঠিকই লক্ষ্যপূরণ করেন তিনি।
জড়িয়ে ধরেন কোহলিকে। তবে ভক্তের কাণ্ডে মোটেও ভালোভাবে নেননি কোহলি। অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে রোহিত শর্মাকেও।
কোহলি ভক্ত মাঠে ঢুকে পড়ায় খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। নিরাপত্তাকর্মীরা এসে ওই ব্যক্তিকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়ার পর আবার খেলা শুরু হয়।
মেলবোর্নে আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ৪৭৪ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। জবাবে প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ১৬৪ রান তুলেছে ভারত। সাজঘরে ফিরেছেন যশ্বসী জয়সওয়াল ৮২, বিরাট কোহলি ৩৬, কেএল রাহুল ২৪, অধিনায়ক রোহিত শর্মা ৩ ও আকাশ দ্বীপ ০। ঋষভ পন্ত ৬ ও রবীন্দ্র জাদেজা ৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন।