দৈনিক খুলনা
The news is by your side.

মনোনয়ন বঞ্চনায় ফুঁসছে সাতক্ষীরার বিএনপি নেতাকর্মীরা

দুই আসনে বিক্ষোভ, মশাল মিছিল এবং হরতাল-অবরোধের ডাক

42

সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদ্য ঘোষিত দলীয় মনোনয়ন তালিকা প্রকাশের পর সাতক্ষীরার দুটি গুরুত্বপূর্ণ আসনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সাতক্ষীরা-২ (সদর) এবং সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জনপ্রিয় ও ত্যাগী নেতাদের মনোনয়ন না দেওয়ায় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রাস্তায় নেমে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। অবিলম্বে কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে তাঁরা হরতাল, অবরোধ ও প্রতিবাদ সভার ডাক দিয়েছেন।

সাতক্ষীরা-৩: ‘গরীবের ডাক্তার’-এর দাবিতে হরতাল ও অবরোধের হুঁশিয়ারি
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত অধ্যাপক ডা. মো. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় ফুঁসে উঠেছে বিএনপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। একই আসনে ন্যাপ থেকে আসা নেতা কাজী আলাউদ্দিনের অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদেও ক্ষোভ তীব্র।

মনোনয়ন ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ আশাশুনি ও কালিগঞ্জে প্রতিবাদ শুরু হয়। সোমবার রাতে তাৎক্ষণিকভাবে রাস্তায় নেমে বিশাল বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। শনিবার বিকেলে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নেও তাৎক্ষণিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

হরতাল, অবরোধ ও প্রতিবাদ সভার ডাক: নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় বিএনপি নেতা আজিজুর রহমান তার ফেসবুক আইডি থেকে ঘোষণা দিয়েছেন: ” ০৪/১১/২৫ রোজ- মঙ্গলবার সাতক্ষীরা-৩ গণমানুষের নেতা ডা: শহিদুল আলম ভাই এর মনোনয়ন এর দাবিতে ও নাপি থেকে উঠে আসা নেতা কাজী আলাউদ্দিনের অবাঞ্ছিত ঘোষণায় হরতাল, অবরোধ ও প্রতিবাদ সভা! সকল নেতাকর্মীকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি! স্থান- নলতা হাটখোলা”।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা নলতার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

বিক্ষোভকারীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হুশিয়ার করে বলেন, এই দাবি না মানলে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে এবং এই আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে। তাঁরা অভিযোগ করেন, “দলীয় মনোনয়ন বণ্টনে ত্যাগ ও জনপ্রিয়তার প্রতি সুবিচার হয়নি।”

কালিগঞ্জ, আশাশুনি ও নলতায় অনুষ্ঠিত বিক্ষোভে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, ৬নং নলতা ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে সাতক্ষীরা-২: মশাল হাতে ক্ষোভ, উঠল বহিষ্কারাদেশের প্রশ্ন
সাতক্ষীরা সদর নিয়ে গঠিত সাতক্ষীরা-২ আসনে চেয়ারম্যান আব্দুল আলীমকে দলীয় মনোনয়ন না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় নেতা-কর্মীরা।

সোমবার রাতে কর্মী-সমর্থকরা বিক্ষোভ ও মশাল মিছিল নিয়ে রাস্তায় নামেন। সাতক্ষীরা শহরের বিনেরপোতা বিসিক মোড় থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাতে মশাল নিয়ে শত শত নেতা-কর্মী “আব্দুল আলীমের ন্যায্য দাবি মানতে হবে”, “তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষা চলবে না” স্লোগান দিতে থাকেন।

অংশগ্রহণকারীরা জানান, আব্দুল আলীম দীর্ঘদিন ধরে তৃণমূলের পাশে থেকে রাজনীতি করে আসছেন এবং তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত। তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া অন্যায় সিদ্ধান্ত।

মিছিলে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আলিপুর ইউপি নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কার হওয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফের সেই বহিষ্কারাদেশ কবে প্রত্যাহার করা হয়েছে—তা কারও জানা নেই। এমন পরিস্থিতিতে মনোনয়ন বণ্টনে তৃণমূলের অনুভূতির প্রতি অবজ্ঞা করা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।

দুই আসনের বিক্ষুব্ধ কর্মীরাই অবিলম্বে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, জনপ্রিয় নেতাদের মনোনয়ন বঞ্চিত করা হলে দলের সাংগঠনিক শক্তি দুর্বল হবে এবং তা নির্বাচনের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলবে। এই অসন্তোষ দ্রুত নিরসন না হলে সাতক্ষীরায় বিএনপির রাজনীতিতে বড় ধরনের বিভেদ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Leave A Reply

Your email address will not be published.