মনিরামপুর যশোর প্রতিনিধিঃ- আজ শনিবার বিকাল ৪-৩০ মিনিটে মনিরামপুরের নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধানের শিষের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর ৮৯-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আল্বহাজ্ব এ্যাডঃ শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খাঁন শফিয়ার রহমান, পৌর বিএনপির আহবায়ক খাইরুল ইসলাম, থানা যুবদলের আহবায়ক মোক্তার হোসেন, কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার হামিদুল ইসলাম, দুর্বাডাঙ্গা বিএনপির সহ সভাপতি হারুন অর রশিদ, নেহালপুর ইউনিয়ন বিএনপি নেতা হরিচাঁদ মল্লিক সহ অত্র ইউনিয়নের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদলসহ সকল পর্যায়ের নেতানেতৃবৃন্দ।
পধান অতিথির বক্ত্যবে আল্বহাজ্ব এ্যাডঃ শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন মনিরামপুরে আমরাই ধানের শিষের মনোনয়ন পাবো সুতরাং এখন থেকে সকলে বাড়ি বাড়ি যেয়ে ধানের শিষের পক্ষে ভোট চাইতে হবে।অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন।