দৈনিক খুলনা
The news is by your side.

ভারতীয় গণমাধ্যম যেন কার্টুন নেটওয়ার্ক: আফ্রিদি

3

ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে সত্য সংবাদ প্রকাশ করছে না ভারতীয় মিডিয়াগুলো। এমনই দাবি বহির্বিশ্বের অনেক গণমাধ্যমসহ ভারতের অনেক সেলিব্রেটিদের। এবার ভারতের গণমাধ্যমকে কার্টুন নেটওয়ার্ক বলে খোঁচা দিলেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

পেহেলগামে হামলার ইস্যুতে ফের উত্তপ্ত ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক। এই ঘটনার জেরেই শুরুতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। সমুচিত জবাব দেওয়ার দাবি করেছে পাকিস্তানও।

দুই দেশের সংঘাত নিয়ে নিজের এক্স হ্যান্ডেল থেকে আফ্রিদি লিখেছেন, ‘খেলাধুলা সীমান্ত, ধর্ম আর রাজনীতির ঊর্ধ্বে। আজ তা আঘাতের মুখে— পিএসএল সরিয়ে নেওয়া হয়েছে দুবাইয়ে, আইপিএল স্থগিত আর রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে ভারতীয় ড্রোন হামলা। একসময় ক্রিকেট আমাদের একত্র করেছিল। আজ তা সংঘাতের আঘাতে রক্তাক্ত।’

এরপরই ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করেন আফ্রিদি। তিনি লিখেছেন, ‘ভারতীয় গণমাধ্যম সত্যনিষ্ঠা ও নিরপেক্ষতার মতো সাংবাদিকতার মূল্যবোধ রক্ষার বদলে পরিণত হয়েছে একটি ব্যঙ্গচিত্রে, বিশ্বাসযোগ্য বার্তাকক্ষের বদলে কার্টুন নেটওয়ার্কে।’

সংঘাত নয়, আফ্রিদির চাওয়া শান্তি। তিনি লিখেন, ‘স্টাম্পগুলো আবার দাঁড়াক। শুধু খেলার জন্য নয়, শান্তির জন্যও।’

Leave A Reply

Your email address will not be published.