দৈনিক খুলনা
The news is by your side.

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া

165

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির একটি জাতীয় উদ্যান এ দাবানল গ্রাস করেছে। জানা গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান একটি এলাকা ইতোমধ্যেই পুড়ে গেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস এ খবর দিয়েছে।

অস্ট্রেলিয়ার দমকলকর্মীরা দাবানল নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন, তবে আগুনের তীব্রতা এখনও খুব বেশি। পূর্বাঞ্চলীয় প্রদেশ ভিক্টোরিয়া গত সপ্তাহে চরম দাবানল পরিস্থিতির সম্মুখীন হয়। এতে কয়েক ডজন গ্রামীণ জনগোষ্ঠীকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নিতে বাধ্য হয় কতৃপক্ষ।

ভিক্টোরিয়ার গ্র্যাম্পিয়ানস ন্যাশনাল পার্কে ৭৪ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। এক কর্মকর্তা জানান, এটি সিঙ্গাপুরের আয়তনের সমান অঞ্চলের আগুন। যদিও আগুনের তীব্রতা এখন কিছুটা নিয়ন্ত্রণে, তবুও পুরো দাবানল নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।

এখন পর্যন্ত দাবানলে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি, তবে বসতবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। অস্ট্রেলিয়ায় গ্রীষ্মে দাবানল একটি সাধারণ দুর্যোগ হিসেবে দেখা দেয়। ২০১৯-২০ সালের গ্রীষ্মে তুরস্কের সমপরিমাণ এলাকা আগুনে পুড়ে গিয়েছিল। সেসময় অন্তত ৩৩ জন নিহত হয়েছিলেন।

Leave A Reply

Your email address will not be published.