বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার আহবায়ক কমিটি প্রকাশ করা হয়েছে।
দুইশত উনষাট সদস্যের নবগঠিত আহবায়ক কমিটিতে আহবায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী তাসনিম আহমাদ, সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন সরকারি ব্রজলাল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজিদুল ইসলাম বাপ্পি, মুখ্য সংগঠক হিসাবে রয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আজীম ইসলাম জীম, মুখপাত্র হিসাবে দায়িত্ব পেয়েছেন আজম খান সরকারি কমার্স কলেজের বিবিএ শিক্ষার্থী মোঃ মিরাজুল ইসলাম ইমন।
তাছাড়া সিনিয়র যুগ্ম আহবায়ক হিসাবে রয়েছেন সরকারি হাজী মহসিন কলেজের শিক্ষার্থী কদরুল হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসাবে রয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাতুল হাসান।
এছাড়া উক্ত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসাবে মোট ৩৩ জন দায়িত্ব পেয়েছেন, যুগ্ম সদস্য সচিব হিসাবে রয়েছেন ২৬ জন, সহকারী মুখপাত্র ১৭ জন, সংগঠক-৩১ জন এবং সদস্য হিসাবে ১৪৬ জনকে রাখা হয়েছে।
যৌথ বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার আহবায়ক ও সদস্য সচিব খুলনাবাসীর সহযোগিতা প্রার্থনা করেন।
নেতৃবৃন্দ বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক অর্জনকে টিকিয়ে রাখতে এবং আগামীদিনে খুলনার মানুষের আশা আকাঙ্খার বাস্তব প্রতিফল ঘটাতে নতুন আহবায়ক কমিটি কাজ করে যাবে।