দৈনিক খুলনা
The news is by your side.

বীরের বেশে তারেক জিয়া আসবেন দেশে

17

পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা –১(তালা– কলারোয়া )আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন বীরের বেশে তারেক জিয়া আসবেন দেশে। বাংলার জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আবেগ আল্পিত।

বাংলার জনগণ আজ পরিবর্তন চাই। শরিলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাশেদুল হক রাজুর সভাপতিতে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক সংসদ সদস সাবুল ইসলাম হাবিব প্রধান অতিথির বক্তৃতা আরো বলেছেন, আমি এই তালা কলারো আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যথেষ্ট উন্নয়ন কাজ করেছি। আমি শহীদ জিয়াউর রহমানের আদর্শের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান । নেতাকর্মীদের সাধারণ জনগণের সাথে ভালো ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন।

বিকাল পাঁচটায় পাটকেলঘাটা কাঁচা বাজার মাঠে সরুলিয়া ইউনিয়ন বিএনপি সম্মেলন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ,সাতক্ষীরা জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাসান হাদী, কালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাবেক সহসভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, তালা উপজেলা মহিলা দলের সভাপতি মেহেরুন্নেসা মিম, কুমিরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলাম, শরীরে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রকিব, যুবদল নেতা খালিদ হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরুলিয়া ইউনিয়ন ডাক্তার রফিকুল ইসলাম, সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা মহসিন মন্টু।

সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে রাশেদুল হক রাজুকে সভাপতি এবং আব্দুর রকিব কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.