পাকিস্তানের লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ বৃহস্পতিবার (০৮ মে) দেশটির পূর্বাঞ্চলের এই শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এক প্রত্যক্ষদর্শীর বরাতে খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।
পেহেলগাম ইস্যুতে নতুন করে দ্বন্দ্বে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জানা গেছে, ভারতের এই হামলায় পাকিস্তানে নিহত হয়েছে ৩১ জন। পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও। ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটি।
এরপর সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের এক সেনার মৃত্যুর খবর দিয়েছে ভারত। এবার বিস্ফোরণের শব্দ শোনা গেলো পাকিস্তানের লাহোরে।
জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের লাহোর শহরে আজ সকাল ৭টার দিকে পরপর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গোপাল নগর ও নাসিরাবাদ এলাকায় ওয়ালটন বিমানবন্দরের কাছাকাছি এই বিস্ফোরণগুলো ঘটে।
বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। জিও নিউজ জানায়, প্রত্যক্ষদর্শীরা আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন এবং একটি ভবন থেকে ঘন কালো ধোঁয়া উঠছে।
বিস্ফোরণের পরপরই এলাকা জুড়ে বাজতে থাকে জরুরি সাইরেন। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলেছে স্থানীয় প্রশাসন এবং বন্ধ করে দেওয়া হয়েছে আশপাশের সড়কপথ।
জানা গেছে, ঘটনাস্থল লাহোরের অভিজাত কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা ও সেনাবাহিনীর ছাউনির কাছাকাছি।
গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানকে দায়ী করে জবাব দেওয়ার ঘোষণা দেয় ভারত। এরপরই এই সংঘাতের শুরু।