দৈনিক খুলনা
The news is by your side.

বিশ্বজুড়ে কূটনৈতিক মিশন বন্ধ করছে ইসরায়েল

141

ইরানে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর বিশ্বের সব কূটনৈতিক মিশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তেলআবিব। ইতোমধ্যে বার্লিন ও স্টকহোমে ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকালে সুইডেনের ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে জানায়, নিরাপত্তাজনিত কারণে বিশ্বব্যাপী কনস্যুলার কার্যক্রম স্থগিত করা হচ্ছে।

ভোররাতে ইরানের রাজধানী তেহরানসহ ছয়টি শহরে হামলা চালায় ইসরায়েল। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, শতাধিক স্থানে আঘাত হানা হয়। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন রাইসিং লায়ন’।

আল জাজিরা ও বিবিসি জানায়, এই হামলায় ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন আইআরজিসির প্রধান হোসাইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং খাতাম সদর দপ্তরের কমান্ডার গোলাম রাশিদ।

এছাড়া ছয়জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরান দাবি করেছে, পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। তারা পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চলে।

 

 

Leave A Reply

Your email address will not be published.