দৈনিক খুলনা
The news is by your side.

বিশ্ব ইজতেমা ময়দানে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই: র‌্যাব মহাপরিচালক

4

র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই। দুইপক্ষের অন্তর্কোন্দল ছাড়া আপাতত অন্যকোনো ঝুঁকি আমরা দেখছি না। ময়দানের সার্বিক নিরাপত্তায় যে ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার তার সবগুলোই ইতোমধ্যে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র‌্যাবের কন্ট্রোল রুমে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন র‌্যাব মহাপরিচালক।

র‌্যাব মহাপরিচালক আরও বলেন, ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় র‌্যাবের ফুট পেট্রোল, গাড়ি টহল, মোটরসাইকেল টহল, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স, ড্রোন পর্যবেক্ষক দল, ময়দানসহ আশপাশের এলাকায় ১২৩ সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

এছাড়াও নদী পথে র‌্যাবের স্পিডবোডের মাধ্যমে নৌ-টহল রয়েছে। ইজতেমা উপলক্ষে টঙ্গীতে দেশ-বিদেশের লাখো মুসল্লির সমাগম ঘটে। এতে মোবাইল চুরি, ছিনতাইকারি, মলম পার্টি, মাদকাসক্ত, উচ্ছৃঙ্খলতা ও পকেটমারদের দৌরাত্ম্য রোধে ব্যাপক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ইজতেমাকে ঘিরে ছোটখাটো কিছু অপরাধ সংঘটিত হয়ে থাকে সে বিষয়টি মাথায় রেখে র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ময়দানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

এ সময় র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিমসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Leave A Reply

Your email address will not be published.