দৈনিক খুলনা
The news is by your side.

বিমসটেক সম্মেলন শেষে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা

27

বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশের মাটিতে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় রাত ১০টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে তার যাত্রা শুরু হয়েছিল রাত ৮টা ৪৫ মিনিটে।

সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছান তিনি। সফরকালে সম্মেলনের আনুষ্ঠানিকতা ছাড়াও তিনি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশের সরকারপ্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

এবারের সম্মেলনে বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করে। এই সময়ে জোটভুক্ত দেশগুলো আঞ্চলিক সংযোগ, বাণিজ্যিক সহায়তা ও সমন্বিত উন্নয়নের প্রতিশ্রুতি নতুন করে তুলে ধরে।

সম্মেলনের বাইরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকে মিলিত হন ড. ইউনূস। বৈঠকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ, তিস্তা চুক্তি এবং সীমান্ত এলাকায় সহিংসতা বন্ধের মতো ইস্যুতে আলোচনা হয়।

একই সঙ্গে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনিয়া আমারাসুরিয়ার সঙ্গে আরেকটি বৈঠকে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সহায়তা চায় বাংলাদেশ। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও তার একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় হয়।

Leave A Reply

Your email address will not be published.