দৈনিক খুলনা
The news is by your side.

বিএনপিতে কোন আওয়ামীলীগের দোসরদের স্থান দেওয়া হবে না ……. মনিরুজ্জামান মন্টু

26

কোন আওয়ামীলীগের দোসরদেরকে বিএনপিতে স্থান দেওয়া হবে না। বিএনপি একটি শক্তিশালী দল। এখানে ত্যাগীদের মুল্যায়ন করতে হবে। বিএনপিই পারে জনগণকে নিরাপত্তা দিতে। এদেশের একমাত্র নিরাপদ দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জাতীয়তাবাদী দল বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। সকল সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়াই আমাদের একমাত্র কাজ।

আওয়ামী লীগের দলীয় প্রধানসহ নেতারা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তাদের দোসররা এখনো রয়ে গেছে। আওয়ামী লীগের দোসরদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। যদি কেউ দেয় তার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি গতকাল রবিবার (২০ এপ্রিল) বেলা ১১ কয়রা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে একটি আধুনিক, বৈষমাহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ ও জন সম্পৃক্তি” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

নেতা কর্মীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, আমাদের সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, জনগণকে কাছে টানতে হবে। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। দলের অভ্যন্তরে বিশ্বস্ত, পরীক্ষিত এবং ত্যাগী নেতাকর্মীদেরই মূল্যায়ন করা হবে। কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা গোপন এজেন্ডা নিয়ে কেউ দলে প্রবেশ করলে, তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

কয়রা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন এই কর্মশালার আয়োজন করে। খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনায় এতে বিশেষ আলোচক ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু। এতে আরও বক্তব্য রাখেন পাইকগাছা পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব ইমদাদুল হক, যুগ্ম আহবায়ক তৈাহিদুর রহমান মুকুল, খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, কয়রা উপজেলা বিএনপি নেতা জিএম মাওলা বকস, সরদার মতিয়ার রহমান, কোহিনূর ইসলাম, আঃ সামাদ, এফ এম মনিরুজ্জামান, ইয়াকুব আলী,গাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, আবুল বাশার ডাবলু, প্রভাষক মঞ্জুর মোর্শেদ, ডিএম হাফিজুল ইসলাম,, রওশন মোল্যা ,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, সদস্য সচিব মোতাসিম বিল্লাহ, যুগ্ম আহবায়ক এহসানুর রহমান, আকবার হোসেন, যুবদল নেতা আবুল কালাম আজাদ কাজল, আছাদুল ইসলাম, মিজানুর রহমান লিটন, দেলোয়ার হোসেন, , কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, আবু সাঈদ মালী, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, প্রভাষক রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্যাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্র নেতা ইমরান হোসেন প্রমুখ। কর্মশালায় কয়রা উপজেলা বিএনপির ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ গ্রহন করেন।
পরে মনিরুজ্জামান মন্টু কয়রা বাজারে ব্যবসায়ীদের মাঝে বিএনপি ৩১ দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরন করেন।

 

Leave A Reply

Your email address will not be published.