দৈনিক খুলনা
The news is by your side.

বাংলাদেশে গণতান্ত্রিক সমাধান চায় ভারত, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

59

বাংলাদেশের সব ধরনের সমস্যা সমাধানে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণতান্ত্রিক উপায়ের ওপর জোর দিয়েছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ, স্থিতিশীল বাংলাদেশের পক্ষে। যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যা সমাধান করা হবে।” বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে জয়সওয়াল বলেন, “যেভাবে চরমপন্থীরা মুক্তি পাচ্ছে, তাতে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের এখনো চিন্তা রয়েছে।”

সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারত আবারও সতর্কবার্তা দিয়েছে। মুখপাত্র বলেন, “বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। পাশাপাশি তাদের সম্পত্তি ও ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তাও রক্ষা করতে হবে।”

জয়সওয়াল জানান, “গত বছরের ৫ আগস্ট থেকে এ বছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ২,৩৭৪টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ১,২৫৪টি ঘটনা খতিয়ে দেখেছে পুলিশ। তবে এসব ঘটনায় রাজনৈতিক মোড়ক দেওয়ার চেষ্টা হচ্ছে। খুন, অগ্নিসংযোগসহ সহিংস ঘটনাগুলোকে রাজনৈতিক রঙ না দিয়ে যথাযথ তদন্ত ও দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে।”

এদিকে, কলকাতায় অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠকে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা। জয়সওয়াল জানান, ১৯৯৬ সালের চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে গঙ্গার পানি প্রবাহ, পরিমাপ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয়।

Leave A Reply

Your email address will not be published.