দৈনিক খুলনা
The news is by your side.

বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্বাডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে মতবিনিময় সভা

102

জিএম টিপু সুলতান মনিরামপুর যশোর প্রতিনিধিঃ।বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে একুশে জুন দুর্বাডাঙ্গা ইউনিয়নের দত্তকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির শিক্ষক মাওঃ মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গাজী এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্ম পরিষদ সুরা সদস্য অধ্যাপক ফজলুল হক, মনিরামপুর উপজেলা শাখা আমির জনাব লিয়াকত আলী, অধ্যাপক খলিলুর রহমান সেক্রেটারি জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখা।

বক্তারা আরো বলেন দীর্ঘ ১৬ বছর পর এমন খোলা মাঠে জনগণের সাথে মিশে প্রকাশ্যে কথা বলার সুযোগ পাচ্ছি যে ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে প্রথমেই তাদের রুহের মাগফেরাত কামনা করি ও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের কে বেহেশত নসিব করেন।প্রধান অতিথির বক্তব্যে এ্যডঃ গাজী এনামুল হক বলেন আগামী সংসদ নির্বাচনে আপনারা এমন মানুষ কে ভোট দিয়ে নির্বাচিত করবেন যারা এই বাংলাদেশ কে তাদের সততা ও ভালো কাজের মাধ্যমে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশ চালানোর সুযোগ করে দিবেন।

Leave A Reply

Your email address will not be published.