দৈনিক খুলনা
The news is by your side.

বনবিভাগের পতাকা লাগিয়ে হরিণ শিকারের চেষ্টাকালে আটক ৭

17

মোংলা প্রতিনিধি :বনবিভাগের পতাকা লাগিয়ে হরিণ শিকারের চেষ্টাকালে সুন্দরবন থেকে ফাঁদসহ সাতজনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মনোজ পাল, মজিবুর রহমান, আলী হোসেন, মুসাক আলী মোল্লা, মোজাম্মেল শেখ, খান তামিম ও মল্লিক অহিদ। তাদের একজনের বাড়ী বাগেরহাটের মোংলায় আর বাকীদের বাড়ী রামপালে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিম অভিযান চালিয়ে ফাঁদসহ ৭জন হরিণ শিকারীকে আটক করে। আটককৃতরা সাধারণ মানুষ ও প্রশাসনের চোখ ফাঁকি দিতেই তাদের ব্যবহৃত ট্রলারে বনবিভাগ লেখা পতাকা লাগিয়ে রাখে। তারা সবাই দুবলার চরে রাস উৎসবে যোগ দিতে চেয়েছিলেন। আটক ব্যক্তিদের কাছ থেকে ১০০টি হরিণ শিকারের ফাঁদ, দুইটি ট্রলার, একটি বনবিভাগ লেখা পতাকা, ২০মিটার সুইজাল, ১টি করাত, ২০টি কন্টেইনার ও হরিণের মাংস রান্না করতে আনা চারটি ডেসকি, দুইটি ককসেট, তিনটি তেরপাল ও দুইটি ড্রাম জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে রবিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.