দৈনিক খুলনা
The news is by your side.

ফ্যাসিস্ট আওয়ামী লীগ খুলনাকে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে -খুলনা জামায়াত নেতৃবৃন্দ

32

ফ্যাসিস্ট আওয়ামী লীগ খুলনাকে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, খুলনা মহানগরীর জিরো পয়েন্টসহ একাধিক স্থানে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। এতে করে নগরবাসীর মনে চরম আতংক ছড়িয়ে পড়েছে।

গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাজনীতিতে আবারো ফিরে আসার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মাক্স ও হেলমেট পড়ে সিরিজ ঝটিকা মিছিল করে।

নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকারের বড় বড় অপরাধীরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশের ভিতরে ঘাপটি মেরে থাকা তাদের দোসররা বিভিন্ন কায়দায় একত্রিত হওয়ার চেষ্টা করছে। তারা দেশের বিরুদ্ধে বিভিন্ন ভাবে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অবিলম্বে নেতৃবৃন্দ মিছিলকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকেলে খুলনার জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ এ সব কথা বলেন।

হরিণটানা থানা আমীর আব্দুল গফুরের সভাপতিত্বে বক্তৃতা করেন বটিয়াঘাটা উপজেলা আমীর মাওলানা শেখ আবু ইউসুফ, লবণচর থানা আমীর মোজাফফর হোসেন, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন গোলদার, বটিয়াঘাটা থানা নায়েবে আমীর মাওলানা আশরাফ আলী, সেক্রেটারি আব্দুল হাই, এডভোকেট মনিরুল ইসলাম, শাফায়াত হোসেন লিখন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, জুলাই গণহত্যাকারী দল আওয়ামী লীগের সন্ত্রাসীদের আইনের আওতায় না আনতে পারার কারণে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। খুলনার জিরো পয়েন্টসহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের মিছিল এরই স্পষ্ট ইঙ্গিত। নেতৃবৃন্দ বলেন, আজ যদি আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিত তাহলে ওরা রাস্তায় আসার সাহস পেত না। আমরা চাই জুলাই গণহত্যায় জড়িত এসব অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Leave A Reply

Your email address will not be published.