দৈনিক খুলনা
The news is by your side.

ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

১৩ পদের বিপরীতে ৪৬জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

28

জমে উঠেছে ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নির্বাচন। দীর্ঘ ১৯ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যপোক উৎসাহ ও উদ্দিপনার মধ্যে দিয়ে নির্বাচনী আমেজ বইছে ব্যবসায়ীদের মাঝে।

ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির মোট ১৩ টি পদের বিপরীতে এ বছরই সব থেকে বেশি সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে তাদের মনোনয়নপত্র ক্রয় করেছে। ৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র ক্রয়ের শেষ দিনে বিভিন্ন পদে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং ৭ সেপ্টেম্বর ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২২ সেপ্টেম্বর সোমবার বাজারের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটি ভোটগ্রহণ সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নীতিমালা সহ নির্বাচনী আচরণ বিধির কঠোর নজরদারি করছেন।

প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা মার্কা না পেলেও তারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি দোকানে গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। চায়ের দোকান, হোটেল থেকে শুরু করে বাজারের অলিগলিতে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। গুরুত্বপূর্ণ মোড়সহ পুরো বাজার প্যানা ও ফেস্টুন শোভা পাচ্ছে।

ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানা যায়, বণিক সমিতির নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ায় সতই সময় ঘনিয়ে আসছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা ভোটারদের নিকট ভোট প্রার্থনা করে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন।

ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন ও সদস্য মোঃ ইকবাল হোসেন মিজান জানিয়েছেন, নির্বাচন নিয়ে বাজারের ব্যবসায়ীদেরকে কোন ধরণের গুজবে কান না দিয়ে নির্বাচন সংক্রান্ত যে কোন ধরণের তর্থের জন্য আমাদের কাছে যেকেহ আসতে পারে। তিনি জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী ৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিক্রয় করা হয় এবং ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হয়। এ বছরই বিভিন্ন পদে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন। নির্বাচনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন। সভাপতি পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে তারা হলো মীর কায়ছেদ আলী ও মোঃ আল মামুন জুয়েল, সহ-সভাপতি দুটি পদে ৮ জন তারা হলো মোঃ সিরাজ আলী, হাসিবুর রহমান উজ্জ্বল, বাচ্চু শেখ, রুহুল আমিন মাসুদ মোড়ল, গোলাম রসুল লিটন, আওয়াল বেপারী, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮জন। তারা হলো শেখ হুমায়ুন কবির বিল্লাল, ডাঃ গোলাম কিবরিয়া, কাজী হাফিজুর রহমান, আজিজুর রহমান আজু, আব্দুর রব মুন্সী, জাকির হোসেন, আল মামুন, আজাদ বেগ বাবু, সহ-সাধারণ সম্পাদক দুটি পদে ৬ জন তারা হলো জামাল হোসেন, মোল্লা আবুল কালাম আজাদ, আজাদ হাওলাদার, আজিবর রহমান, হাসান বেগ, নাসির শেখ, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছে তারা হলো শওকাত মোড়ল, জাহিদ হোসেন, মোঃ মেহেদী হাসান বাপ্পী, শামীম, ধর্ম ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে ওলিউল্ল্যাহ ও নুর-আলম, কোষাধাক্ষ পদে যে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছে তারা হলো হাবিবুর রহমান ও মোতালেব। প্রচার সম্পাদক পদে আব্বাস তালুকদার ও নজরুল ইসলাম।
সদস্য ৩ টি পদে মনোনয়ন জমা দিয়েছে ১০ জন, তারা হলো পলাশ, মাসুম বিল্লাহ, আল মামুন, আবু বকর সিদ্দিক স্বাধীন, শাকিব, মোফাজ্জেল হোসেন, নান্টু সরদার, ইয়াসমিন ফারাজি, মোজাফফর হোসেন, আবু বক্কর। আগামী ৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। আগামী ৯ সেপ্টেম্বর প্রার্থীতা সংক্রান্ত আপিল গ্রহণ ও নিষ্পতি করা হবে, ১০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ঐ দিনই বিকাল ৪টায় প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ২২ এবং অন্যান্য সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাজারের মোট ১৬৩৯জন ভোটার তাদের মূল্যবান প্রদান করে আগামী তিন বছরের জন্য নেতা নির্বাচন করবেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন মিজান ও চৌধুরী প্লাজার স্বত্বাধিকারী মোঃ মইন চৌধুরী।

Leave A Reply

Your email address will not be published.